logo
ads

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে অপমান করলেন বিশ্বনেতারা

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পি.এম
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে অপমান করলেন বিশ্বনেতারা

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক ব্যতিক্রমী ঘটনার মুখোমুখি হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি যখন ভাষণ শুরু করেন, তখন বহু কূটনীতিক সভাকক্ষ ত্যাগ করেন। এতে করে মুহূর্তেই কক্ষ অনেকটা ফাঁকা হয়ে যায়।

বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভাষণের শুরুতেই নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের সাফল্য তুলে ধরেন। তবে বক্তব্য চলাকালেই বহু প্রতিনিধি কক্ষ থেকে বেরিয়ে যান।

ভাষণে নেতানিয়াহু বলেন, "গত এক বছরে আমরা হুতিদের ওপর হামলা চালিয়েছি, যার মধ্যে গতকালের অভিযানও রয়েছে। আমরা হামাসের সন্ত্রাসী কাঠামোর মূল অংশ ধ্বংস করেছি। হিজবুল্লাহকে পঙ্গু করেছি। তাদের অধিকাংশ নেতা ও বিপুল অস্ত্রভান্ডার ধ্বংস করেছি।"

এ সময় তিনি আরও বলেন, "প্রকাশ্যে অনেক বিশ্বনেতা সমালোচনা করলেও তারা গোপনে তার কাজের প্রশংসা করেন।"

তবে ইসরায়েলি প্রতিনিধি দলের সদস্যরা করতালির মাধ্যমে নেতানিয়াহুর বক্তব্যকে সমর্থন জানান।

নেতানিয়াহু আরও বলেন, "ইসরায়েলের অভিযানে লেবাননে হিজবুল্লাহ সদস্যদের বহন করা শত শত পেজার বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়, যাদের মধ্যে কিছু শিশুও ছিল। এছাড়া প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছিল বলে জানিয়েছিল লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ।"

এই বিভাগের আরও খবর

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ